কমলাপুরে শেষ দিনের মতো চলছে অগ্রিম টিকিট বিক্রি

ফাইল ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শেষ দিনের মতো চলছে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি। এদিন আগামী ৪ জুনের টিকিট দেওয়া হচ্ছে। টিকিটের জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ।

রোববার (২৬ মে) প্রতিদিনের মতো সকাল ৯টায় এ টিকিট কার্যক্রম শুরু হয়। সবমিলিয়ে ১৬ হাজারের মতো টিকিট দেওয়া হবে।

রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী ১২টি ট্রেনের টিকিট কমলাপুর থেকে দেওয়া হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত টিকিট দেওয়া হবে।

গত ২২ মে থেকে শুরু হয় ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি। রোববার পঞ্চম দিনের মতো চলছে টিকিট বিক্রি।

শেষ দিনে টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়ও অনেক। প্লাটফর্মের বাইরেও লাইন ধরে টিকিটের জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, শান্তিপূর্ণভাবেই টিকিট বিক্রি চলছে।