কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ একুশে পদক প্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো আর নেই। ঢাকা মহানগর দক্ষিণের ৫নং ওয়ার্ড কমিশনার চিত্তরঞ্জন দাস জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো পরলোক গমন করেন। সমাজসেবায় একুশে পদক পাওয়া শুদ্ধানন্দ মহাথেরো দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি।
শুদ্ধানন্দ মহাথেরো ১৯৩৩ সালে ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাদুয়ায় জন্মগ্রহণ করেন। সমাজসেবায় অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদক দেওয়া হয়। ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি তার পবিত্র আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক ও দু:খ প্রকাশ করেছেন। এছাড়াও শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল শোক প্রকাশ করেছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান