যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার ভোটের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপরে আরও আক্রমণ চালানোর ক্ষমতাকে সীমিত করা হয়েছে।
প্রতিনিধি পরিষদে ঐ প্রস্তাবটি পাশ হয় ২২৪-১৯৪ ভোটে। ডেমোক্র্যাট সদস্যসহ ঐ প্রস্তাবের পক্ষে তিনজন রিপাবলিকানও ভোট দিয়েছিলেন।
আগামী সপ্তাহে সেনেট একই ধরণের প্রস্তাবে ভোটাভোটি হবে।
গত সপ্তাহে ট্রাম্পের দেওয়া ড্রোন হামলার আদেশে ফলে ইরানের র্যাভুলিউশনারী গার্ড কোরের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার ইরানের শীর্ষস্থনীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয় এবং এর পরেই যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ট প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবটি আনা হয়।
ট্রাম্প বলেন যে সোলাইমানি ছিলেন গুরুতর হুমকি স্বরূপ, তবে বিস্তারিত আর কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
ওদিকে বৃহস্পতিবার, প্রেসিডেন্ট বলেছেন, সোলাইমানি বাগদাদে অবস্থিত আমেরিকান দূতাবাস উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান