কমার্স ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি

অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের কারণে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিএসইসি এ তদন্ত কমিটি গঠন করেছে।

কমার্স ব্যাংক সিকউরিটিজ থেকে অস্বাভাবিকভাবে মুন্নু সিরামিক ও মুন্নু জুট স্ট্যাফলার্স এবং অন্যান্য কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করবে কমিটি।