বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে নতুন একটি কোম্পানি হচ্ছে।
এর অনুমোদিত মুলধন হবে পাঁচ হাজার কোটি টাকা। এর ১০ কোটি টাকার ৫০০ কোটি শেয়ার থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ০৩ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কোম্পানি গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া বৈঠকে বীজ আইন,২০১৭ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ খুব শিগগির স্যাটেলাইট ক্লাবে অংশগ্রহন করতে যাচ্ছে। আর দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপন করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। এটি পরিচালনায় কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
আজকের বাজার: এএন/ আরআর/ ০৩ জুলাই ২০১৭