কমিটি কোটা সংস্কারের কাজ এখনও শুরু করেনি বলে জানিয়ছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার (২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকের পর তিনি এ কথা জানান।
সচিব বলেন, কোটা নিয়ে সরকারের উচ্চ মহলে বিচার বিশ্লেষণ চলছে। কমিটি এখনও আনুষ্ঠানিক কাজ শুরু করেনি। তবে শিগগিরই কাজ শুরু হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ আন্দোলন ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু দীর্ঘদিনেও সে সংক্রান্ত কোন প্রজ্ঞাপন না হওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য সংবাদ সম্মেলন আহ্বান করে তারা। কিন্তু সংবাদ সম্মেলনের পূর্বে গত শনিবার ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে নুরসহ আহত হয় আরও কয়েকজন।
আরজেড/