কমিশনার ‘অব দ্য মান্থ’ঘোষনা

আজকের বাজার প্রতিবেদন: আগস্ট মাস পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করায় আয়কর, ভ্যাট (মূসক) ও কাস্টমস (শুল্ক) একজন করে ৩ জনকে কমিশনার ‘অব দ্য মান্থ’ ঘোষণা করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে আয়কর-ভ্যাট-কাস্টমসের পৃথক রাজস্ব সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ ঘোষণা দেন।

কমিশনার অব দ্য মান্থ হওয়া তিন কমিশনার হলেন, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-মূসক এর কমিশনার মো. মতিউর রহমান। আয়করে-কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কাস্টমসে-চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনার এএফএম আবদুল্লাহ খান।

এছাড়া রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করায় কর অঞ্চল-১০ এর কমিশনার অপূর্ব কান্তি দাস, কর অঞ্চল-২ এর কমিশনার মো. মেফতাহ উদ্দিন খান। ভ্যাটে রাজশাহী ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) ড. মো. সহিদুল ইসলাম।

আয়কর পর্যালোচনা সভায় কমিশনারদের নির্দেশনা দিয়ে চেয়ারম্যান বলেন, বকেয়া রাজস্ব আদায় ও এডিআর মামলা দ্রুত নিষ্পত্তি করে রাজস্ব আদায় বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে।

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর মেলা। গত বছর আয়কর মেলায় করদাতাদের বিপুল সাড়ার পর এবার ঢাকাসহ সারাদেশে মেলাকে সাফল্য ও সেবার মান আরও বাড়াতে হবে বলেও জানান তিনি।

চলমান আয়কর ক্যাম্প সম্পর্কে চেয়ারম্যান বলেন, আয়কর ক্যাম্পের মাধ্যমে করদাতারা অভূতপূর্ব সাড়া দিচ্ছে। ক্যাম্পে সেবার মান আরও বাড়াতে হবে, মনিটরিং করতে হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে লিডারশিপ গড়ে তুলতে হবে। সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারিদের বিষয়ে কঠোর হতে কমিশনারদের নির্দেশ দেন চেয়ারম্যান।

খুলনা, রংপুরসহ যেসব কর ভবন নির্মাণে জন্য জমি অধিগ্রহণ করতে প্রয়োজনীয় সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করতে কমিশনারদের নির্দেশনা দেন তিনি।

মো. নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক অংশীজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে এক সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের আবহ পৌঁছে গেছে। মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অগ্রগতি  সাধিত হচ্ছে। পাশাপাশি দুর্বার গতিতে উন্নয়ন হচ্ছে । দেশের মেগা প্রকল্পগুলো বার্তা দেয়, আমরা ক্রমশঃ উন্নতির দিকে ধাবিত হচ্ছি। আমরা উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ সরবরাহ করছি। এ অনুভব হৃদয়ে, মননে ও কাজে ধারণ করে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অধিক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি, আমরা মানুষের জন্য কাজ করছি।

আজকের বাজার : এলকে/এলকে ২৯ সেপ্টেম্বর ২০১৭