তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় চলতি বছরে শেয়ার প্রতি আয় কমেছে ২১ পয়সা।চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ টাকা ১২ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে কোম্পানিটি, যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ কোম্পানির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫২ পয়সা।
ঋণমান দীর্ঘ মেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। গেল বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা; আগের বছর যা ছিল ১ টাকা ৯০ পয়সা। ২০১৬ সালে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্সুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৮ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভ ১৯ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৮ দশমিক ৪৬ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৪ দশমিক ৩৪ শতাংশ ও বাকি ২৭ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
জাকির/আজকের বাজার