কমেছে সবজির দাম, ঝাঁজ কমেনি পেঁয়াজে

রাজধানীর অধিকাংশ মানুষ ঈদ উদযাপনে গ্রামের বাড়ি যাওয়ায় অনেকটা জনশূন্য ঢাকা। এর প্রভাব পড়েছে কাঁচাবাজারে। শাক-সবজির দাম কমতে শুরু করেছে। প্রায় অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। তবে কোরবানির ঈদের পরও দেশি পেঁয়াজের ঝাঁজ কমেনি। বাজারগুলোতে মাছের সরবরাহ কম। ফলে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। শুক্রবার (২৪ আগস্ট) নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, নগরীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে কমেছে সবজির দাম। কিছু সবজির দাম কেজি প্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি বেগুন ৪০ টাকা, ঢেঁড়স ৩০, পটল ৪০, শসা ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বাজারে সবজি বিক্রেতা আয়নাল মিয়া বলেন, ‘ঈদে ঠিকমতো গাড়ি চলাচল করছে না। এ কারণে ঠিকঠাক মতো সবজিও মাঠ আসছে না। তবে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অল্প অল্প করে সবজি আসা শুরু হয়েছে। ফলে দামও কমতে শুরু করেছে। খাওয়ার লোক নেই।’ সামনে দাম আরও কমবে বলে তিনি জানান।

মাছ বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ মাছের দোকান বন্ধ রয়েছে। ইলিশের দাম বেশি। প্রতি ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছও তুলনামূলক বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

অন্যান্য সবজির দাম কমলেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। অথচ বৃহস্পতিবার (২৩ আগস্ট) ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদের পরের দিন কাঁচামরিচসহ সবজির দাম চড়া ছিল। এখন সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে।

পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, যা বৃহস্পতিবার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। এ বাজারে সবজির দামও ঈদের আগের চাইতে দাম কিছুটা কমেছে। তবে কাওরানবাজারে ক্রেতার সমাগম ছিল তুলনামূলক কম।