কমেডি করতে করতে মঞ্চেই মারা গেলেন ব্রিটিশ স্ট্যান্ডআপ কমেডিয়ান ইয়েন কগনিটো।
সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস শুক্রবার জানায়, ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের বাইসেস্টার ক্লাবে চিকিৎসাকর্মীদের ডাকা হয় এবং দুঃখজনকভাবে একজন রোগী ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুর বিষয়টি সন্দেহজনক নয় বলে জানিয়েছে পুলিশ।
অনুষ্ঠান আয়োজনকারী অ্যান্ডু বার্ড বিবিসিকে বলেন, কগনিটো যখন বসে পড়েন এবং নিরব হয়ে যান তখন ‘আমিসহ জড়ো হওয়া সবাই ভেবেছিলাম যে তিনি মজা করছেন।’
কগনিটোর আসল নাম ছিল পল বারবিয়েরি। তিনি খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও সঙ্গী কমেডিয়ানদের কাছে অনেক শ্রদ্ধেয় ছিলেন।
আজকের বাজার/এমএইচ