কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুন জয়

দীর্ঘ প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তুলে নিয়েছে বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে দারুণ জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জিতেছে ১-০ গোলে।

শনিবার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে বাংলাদেশের জয়ের নায়ক রবিউল হাসান। ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে তিনিই গোল করেন।

এর আগে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলছিল। বাংলাদেশ যেমন সুযোগ পেয়েছে, স্বাগতিকরাও কম নয় কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না কোন দলই।

এমন অবস্থায় খেলা প্রায় শেষ দিকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার রবিউল। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছর অক্টোবরে। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে দুই গোলে হেরেছিল ফিলিস্তিনের কাছে। এর পর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইওে তারা। জাতীয় দলের পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। এমন অবস্থায় এই জয় দলকে অনেক উজ্জীবিত করবে।

 

আজকের বাজার /মিথিলা