কম্বোডিয়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ মে) দেশটির কর্মকর্তারা একথা জানান। এএফপি’র সূত্রে এসব তথ্য জানা যায়।
পুলিশ প্রধান লেই মেং লাইং জানান, বৃহস্পতিবার কোহ কং প্রদেশের থমার বাইং জেলার কোহ কোং প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ ৫ জন প্রাণ হারান। এদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।
উল্লেখ্য, গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির নদী ও খালগুলোতে ঝড়ের সময় ব্যাপক বজ্রপাত ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটছে বলে অনেকের ধারণা।
আজকের বাজার/একেএ