কম্বোডিয়ার দক্ষিণাঞ্চলে ভবন ধসের ঘটনায় রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে। হতাহতদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কেপ প্রদেশে নির্মাণাধীন একটি সাত-তলা হোটেল শুক্রবার ধসে পড়ে। এ ঘটনার পরপরই বিপুলসংখ্যক সৈন্য ও উদ্ধারকর্মী কোদাল, ড্রিল ও বৈদ্যুতিক করাত নিয়ে কংক্রিট সরিয়ে উদ্ধার কাজ চালাতে শুরু করে।
কর্মকর্তারা প্রাথমিকভাবে ৩০জন কর্মী আটকা পড়েছে বলে অনুমান করেন। তবে প্রাদেশিক মুখপাত্র রোস উডং এএফপিকে বলেন, আহত ও নিহতের সংখ্যা অনুমানের তুলনায় বেশি হবে। রোববার ভোরে আরো মৃতদেহ উদ্ধার করা হয়।
উডং বলেন, নিহত ২৯ ছাড়াও আহত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারিরা জানান, নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। গত জুন মাসে সিহানোউকভিলে এক নির্মাণাধীন ভবন ধসে ২৮ জন প্রাণ হারায়। এটি একটি সমুদ্র তীরবর্তি শহর। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান