কম্বোডিয়ায় নির্মাণাধীন একটি সাত তলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। সোমবার ভবনটির ধ্বংসাবশেষে অনুসন্ধান চালিয়ে এ তথ্য দিয়েছেন উদ্ধার কর্মীরা।
শনিবার দেশটির উপকূলীয় শহর সিহানুকভিলে সাত তলা ভবনটি ধসে যায়। চীনা মালিকানাধীন ভবনটি ধসের সময় নির্মাণ কর্মীরা তৃতীয় তলায় অবস্থান করছিলেন।
ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক নর চেনডিউন জানান, তিনি এবং তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজ এবং কম্পনের মাধ্যমে ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনায় আটকে থাকার ১২ ঘণ্টা পর উদ্ধারকারীরা তাদের খুঁজে পান বলে জানান তিনি।
দেশটির শ্রম মন্ত্রণালয় জানায়, ভবনটি ধসের সময় সেখানে ৩০ জন শ্রমিক ছিলেন। কিন্তু বেঁচে যাওয়া শ্রমিক নর চেনডিউন জানান, সেখানে ৫৫ থেকে ৬০ জন শ্রমিক ছিলেন।