শেরপুর উপজেলার চন্ডিজান গ্রামে বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
তারা হলেন- চন্দন সরকার (৩৬) ও তার মেয়ে কিরণ সরকার (৬)। এঘটনায় চন্দনের ভাতিজা অপূর্ব সরকার (৫) নিখোঁজ রয়েছে। অপূর্ব চন্ডিজান গ্রামের উজ্জ্বল সরকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, চন্দন সরকার শেরপুর সেডকম পার্ক সিটিতে চাকরি করেন। ছুটিতে এসে বৃহস্পতিবার দুপুরে মেয়ে ও ভাতিজাসহ জাল নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যান।
মেয়ে ও ভাতিজাকে পিঠে জালসহ নিয়ে সাঁতরে নদী পারাপারের সময় মেয়ে কিরণ কাঁধ থেকে পড়ে যায়। এসময় মেয়েকে খোঁজার জন্য ডুব দিলে ভাতিজাও পড়ে যায়। তাদের দুজনকে খুঁজতে গিয়ে চন্দনও নিখোঁজ হন। পরে স্থানীয়রা চন্দন ও তার মেয়ে কিরণের লাশ উদ্ধার করে। তবে অপূর্ব নিখোঁজ রয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, নিখোঁজ অন্যজনকে উদ্ধার করতে রাজশাহী থেকে ডুবুরি ডাকা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান