করদাতাদের পিন কোড দেওয়া হবে

করদাতা সনাক্ত করতে উন্নত দেশের মতো বাংলাদেশেও প্রতিটি করদাতাকে একটি করে পিন কোড দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

১ নভেম্বব বুধবার রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, আধুনিক সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে পিন কোড ব্যবহারের প্রচলন রয়েছে। উন্নত দেশে পিন নম্বরের মাধ্যমে মানুষকে সনাক্ত করা হয়। আমাদের দেশে করদাতাদের একটি পিন কোড দিয়ে আমরা সনাক্ত করতে চাই। এটাকে আমরা ট্যাক্স পেমেন্ট পিন হিসেবে অ্যাখায়িত করবো। সব করদাতাকে একটি করে পিন কোড দেওয়া হবে। খুবই শিগগিরই এনবিআর থেকে করদাতাদের এ পিন কোড দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আয়কর মেলা মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় বাঙালীর একটি উৎসব। সেজন্য আমরা এটাকে আয়কর মেলা কেন্দ্রীক করলেও আমাদের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তি সংগ্রামের একটি অংশ হিসেবে আমরা মনে করি। সেজন্য এবার মেলায় যুক্ত হয়েছে বাঙালীর ইতিহাস, ঐতিহ্যের ছবি, ভাষা আন্দোলনের ছবি মেলায় শোভা পাচ্ছে। এছাড়া সরকারের অগ্রাধিকার ভিত্তিক যেসব উন্নয়ন প্রকল্প তা শোভা পাচ্ছে। এসব উন্নয়ন প্রকল্প প্রমাণ করছে যে আমরা জনগণের টাকায় রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছি। এ রাজস্ববান্ধব সংস্কৃতির ফলে দেশ এগিয়ে যাচ্ছে। রূপকল্প ২০২১, ২০৪১ বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আয়কর মেলায় উৎসবমুখর পরিবেশে করদাতারা কর প্রদান ও সেবা গ্রহণ করবেন। আমাদের সহকর্মীরা তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে প্রস্তুত। আমরা ইতোমধ্যে সারাদেশে ট্যাক্স ক্যাম্প করেছি। এর মাধ্যমে আমরা মানুষের হৃদয় স্পর্শ করতে পেরেছি। ট্যাক্স ক্যাম্প থেকে সেবাগ্রহীতারা আয়কর মেলায় আরও বেশি করসেবা নিতে সহৃদয়তার সাথে এসেছেন।

চেয়ারম্যান বলেন, আমরা উদ্ভাবনের কাজ করছি। আমরা প্রাথমিকভাবে করদাতাদের একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড দিচ্ছি। ঢাকা, চট্টগ্রামে আয়কর মেলায় এ কার্ড দেওয়া হচ্ছে। তবে সিলেটে আয়কর অফিস তাদের নিজেদের উদ্যোগে এ কার্ড দিচ্ছে। এনবিআর ইনোভেশন মুডে রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডকে একটি ইনোভেটিভ লার্নিং অরগানাইজেশনে পরিণত করতে চাই।

তিনি বলেন, এবার মেলায় যেসব পরিবারের আয়কর যোগ্য সবাই কর প্রদান করেন তাদেরকে কর বাহাদুর পরিবার হিসেবে সম্মাননা দেওয়া হবে। ইতোমধ্যে সারাদেশে ৮৪টি পরিবারকে চিহিৃত করা হয়েছে। তাদেরকে ৮ নভেম্বর সম্মাননা দেওয়া হবে। আমরা সর্বোচ্চ একটি পরিবার পেয়েছি যারা ৫৮ বছর ধরে কর দিয়ে আসছেন। সর্বনিম্ন ১৫ বছর পর্যন্ত আমরা পেয়েছি।

প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফবিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম। স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য ও আয়কর মেলার আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক।

আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭