প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৪ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন।
অন্যদিকে, নতুন করে ৯৩০ জন আক্রান্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৯৯৫ জনে।
শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন মারা যাওয়াদের মধ্যে সবাই পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৩৫ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ১১৭ জন।
এদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা শনিবার সকালে বেড়ে ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৩৯৩ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ২৫ লাখ ৬১ হাজার ৭০৯ জন রোগীর মধ্যে ২৫ লাখ ১৬ হাজার ৭০৩ জন স্থির অবস্থায় রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ৬ জনের অবস্থা গুরুতর। যা আক্রান্তদের দুই শতাংশ।
এ ভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন।
কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।