করপোরেট ক্রিকেটের অপরাজিত চ্যাম্পিয়ন ওয়ালটন

লক্ষ্য ছিল ২১৭ রানের, যা প্রায় অসম্ভবই মনে হয়েছিল বেক্সিমকোর জন্য।হয়েছে ও তাই। তারা যেতে পারেনি ধারেকাছেও! ৮ উইকেট হারিয়ে তারা করেছে ১৫৬ রান। ৬০ রানের বড় জয়ে মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ওয়ালটন।

টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের শিরোপাটা একরকম নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে ওয়ালটন। উদয় হাকিমের নেতৃত্বাধীন ওয়ালটন জিতল পর পর দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে সাত আসরের তিনবারই চ্যাম্পিয়ন ওয়ালটন।

এ জয়কে গত মাসে না ফেরার দেশে চলে যাওয়া ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দেশের ইলেক্ট্রনিকস ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব এসএম নজরুল ইসলামকে উৎসর্গ করেছে টিম ওয়ালটন।

প্রাইজমানি দিসেবে চ্যাম্পিয়ন দল ১ লাখ টাকা আর রানার-আপ দল পেয়েছে ৫০ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন মার্সেলের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (হেড অব মার্কেটিং) ড. মো. শাখাওয়াত হোসেন। পুরো টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল মার্সেল। পাওয়ার স্পন্সর ছিল এনার্জিপ্যাক।

আজকের বাজার: সালি / ১৯ জানুয়ারি ২০১৮