করপোরেট গভর্নেন্স কোডের চুড়ান্ত অনুমোদন

করপোরেট গভর্নেন্স কোডের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) ৬৪৬তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

রোববার (৩ জুন) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোডটির খসড়ার উপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যা খুব শীঘ্রই বাংলাদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে।

এদিকে খসড়া করপোরেট গভর্নেন্স কোড এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজারস অংশটি উক্ত কোডে অন্তর্ভূক্ত করার পরিবর্তে, উল্লেখিত অংশের শর্তসমূহ জনমত জরিপে প্রাপ্ত মতামত পর্যালোচনা পূর্বক সংশোধিত আকারে অন্তর্ভূক্ত করে একটি পৃথক নোটিফিকেশন জারি করার চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে বিএসইসি ।

জাকির/