আগামী ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানি করের (Corporate Tax) হারে কোনো পরিবর্তন আসছে না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় এই কর হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন।
কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাবের যুক্তি হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোম্পানি করহার বর্তমানে বেশ যৌক্তিক পর্যায়ে রয়েছে বিধায় আমি বিদ্যমান কোম্পানি করহার বহাল রাখার প্রস্তাব করছি।’
২০১৬-১৭ অর্থবছরেও কোম্পানি করে কোনো পরিবর্তন আনা হয়নি।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭