আসন্ন ২০১৭-১৭ অর্থবছরের সাধারণ ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়েনি। চলতি অর্থবছরের ন্যায় এ বছরের বাজেটে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা করা হয়েছে আড়াই লাখ টাকা পর্যন্ত।
আগামী অর্থবছরের বাজেট বক্তৃতা থেকে এ তথ্য জানা যায়।
বাজেট বক্তৃতা অনুযায়ী, সাধারণ করদাতার শ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা; মুক্তিযোদ্ধাদের জন্য তা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭