জাতীয় বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম। তিনি বলেন, করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা হওয়া উচিত।
১৮ জুন রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৭-১৮’ বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি ও সেন্টার ফর ট্রান্সপোর্টেশন স্ট্যাডিজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ (সিটিএসডিআর) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. আইনুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট ও ভ্যাট আইন অনুযায়ী ব্যাংকের টাকা লেনদেনে আবগারি শুল্ক দিতে হচ্ছে। ব্যাংক থেকে টাকা তুলে বাজারঘাটসহ সব জায়গায় ভ্যাট দিতে হচ্ছে। তাহলে এক ব্যক্তিকে কত স্থানে ভ্যাট দিতে হচ্ছে একবার ভেবে দেখেন। তবে সে হিসেবে আয়ের পরিধিও নগন্য।
আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণকে সন্তুষ্টি রাখুন। কোনো কিছু চাপিয়ে দিবেন না। জনগণের স্বস্তিদায়ক বাজেট পাশ করুন।
ড. আইনুল ইসলাম বলেন, জিডিপি প্রবৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থান বাড়ছে না। ফলে জিডিপির সঙ্গে সমন্বয় রেখে কর্মসংস্থান বাড়াতে হবে।
শিক্ষা খাতে বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে বরাদ্দের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। এতে আমরা সন্তুষ্ট। তবে এ বরাদ্দের অপচয় রোধ করা দরকার। দেসে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে; কিন্তু মানসম্বত শিক্ষাদান হচ্ছে না। এটা ঠিক করতে পারলে কর্মসংস্থানও বাড়বে।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম এ জলিলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম, সিটিএসডিআরের নির্বাহী পরিচালক প্রফেসর আফরোজা বেগম, গবেষণা পরিচালক প্রফেসর সরদার সৈয়দ আহমেদ প্রমুখ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭