করিমগঞ্জে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুন) সকালে ইউনিয়নের আশতকা মানিকপুর এলাকায় একটি ডোবা থেকে ওই ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাংপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিনের তিন সন্তান জুনাকি (১১), চাঁদনি (৯) ও সাফায়েত (৪)।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দু’দিন আগে মায়ের সঙ্গে আশতকা মানিকপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় জুনাকি, চাঁদনি ও সাফায়েত।

শনিবার সন্ধ্যার পর থেকে ওই তিন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর রাতে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের একটি ডোবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আজকের বাজার/একেএ