করোনাভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের একটি কারখানা। এবার এই প্রাণঘাতী ভাইরাসের কারণে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের কারখানা বন্ধ করে দিল দেশটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির মোবাইল কারখানায় কর্মরত এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগামী সোমবার সকাল পর্যন্ত ওই কারখানাটি বন্ধ থাকবে।
তবে স্যামসাং মোবাইলের কিছু ডিভাইস এখন দক্ষিণ কোরিয়ার গুমির কারখানায় উৎপাদন হয়ে থাকে। স্যামসাংয়ের বেশিরভাগ ডিভাইস এখন উৎপাদন হয় ভিয়েতনাম ও ভারতে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় এক দিনের ব্যবধানে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ জন।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৩৬০ জন।
আজকের বাজার/এমএইচ