বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে আমেরিকানদের জন্য ২.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের অভূর্তপূর্ব উদ্ধার প্যাকেজে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমেরিকান পরিবার, ব্যবসা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সহায়তা করার লক্ষ্যে শুক্রবার বিকালে মার্কিন কংগ্রেস বিলটির পক্ষে ভোট দেন।
বিশ্লেষকরা বলছেন, ৯/১১ এর হামলার পর এমন একতা আর দেয়া যায়নি। করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা সবকিছু বন্ধের মধ্যে দিয়ে মার্কিন জনজীবনে স্থবিরতার সময় আবারও এমন একতা দেখা গেল।
তবে ওভাল অফিসে উদ্ধার প্যাকেজে সম্পর্কে ট্রাম্প যখন বলেন, ‘এটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করবে’ তখন শুধু রিপাবলিকান আইন প্রণেতারাই তাকে ঘিরে ছিলেন। অবশ্য ট্রাম্প এ সময় ‘আমেরিকান প্রথম’ নীতিতে সমর্থনের জন্য উভয় পার্টিকেই ধন্যবাদ জানান। ট্রাম্পের স্বাক্ষরিত উদ্ধার প্যাকেজের মধ্য অন্যতম হলো আমেরিকার জনগণকে সহায়তা করা, অর্থাৎ আমেরিকান পরিবারগুলো সরাসরি নগদ টাকা পাবেন।
প্রাপ্তবয়স্ক প্রতি ব্যক্তি একবারে পাবেন ১ হাজার ২০০ মার্কিন ডলার এবং পর্যায়ক্রমে বছরে পাবেন ৭৫ হাজার ডলার। আর একজন বিবাহিত দম্পতি একবারে পাবেন ২ হাজার ৪০০ মার্কিন ডলার এবং বছরে পাবেন ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। সেই সাথে প্রতিটি শিশু ৫০০ মার্কিন ডলার অতিরিক্ত পাবে। আগামী তিন সপ্তাহের মধ্যে মার্কিন নাগরিকরা এ অর্থ পাবেন বলে আশা প্রকাশ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার