রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ কনস্টেবল এনামুল হক (৪৫) করোনার উগসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার সকালে তিনি মারা যান বলে শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান জানিয়েছেন।
ওসি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।
‘কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত পুলিশ বাহিনীতে মোট ছয়জন কোভিড-১৯ এ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সহস্রাধিক।