ফের ভয়ের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। শুক্রবার তারা জানিয়েছে ভ্যাকসিন তৈরী না হওয়া অবধি করোনা ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় দফার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে বিশ্বের দেশগুলিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ডাঃ হান্স ক্লুগ জানান, লকডাউন চলছে বহু দেশে। কিন্তু তা সত্ত্বেও করোনার প্রকোপ কমানো যায়নি। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।
ক্লুগ বলেন, এর আগেও তিনি করোনার ভয়াবহতা নিয়ে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন এত তাড়াতাড়ি কোভিড ১৯-এর প্রভাব কমবে না। যতদিন না কোনও ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে বলে পরামর্শ তাঁর। ক্লুগের দাবি যে কোনও দিন নতুন ভাবে আক্রমণ চালাতে পারে করোনা ভাইরাস। এর সেকেন্ড বা থার্ড ওয়েভ ছড়াতে পারে।
ক্লুগের ধারণা ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত সতর্ক থাকার কথা বলা হলেও, এই ভ্যাকসিন বেরোতে অনেকটাই সময় লাগবে। ফলে আরও প্রাণহানির আশঙ্কা থাকছে। বিশ্বের বিভিন্ন দেশের উচিত ভবিষ্যতের জন্য তৈরি থাকা। কারণ নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় এখনও পূর্ণ মাত্রায় রয়েছে।
হু-র ইউরোপিয় প্রধান জানাচ্ছেন, যদি প্রথম দফা কেটে যায় করোনা ভাইরাস সংক্রমণের, তবু আশঙ্কা থেকে যায়। কারণ যে কোনও ভাবে দ্বিতীয় দফায় ছড়াতে পারে এই ভাইরাস। আর তার ফল হবে মারাত্মক। তবে এখানে ক্লুগ জোর দিচ্ছেন যদি শব্দটির ওপর। কারণ এখনও প্রথম দফার চূড়ান্ত পর্যায়ে পৌঁছনো যায়নি বলে ধারণা তাঁর। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন একটি খবরে। নরওয়ের প্রাথমিক স্কুলগুলি খোলা হয়েছে। সুইজারল্যাণ্ডের কিছু দোকান খুলে দেওয়া হয়েছে বলে খবর। লকডাউনে শিথিলতা আনা হচ্ছে নিউজিল্যাণ্ডে। সেদেশে গোষ্ঠী সংক্রমণের ভয় আর নেই বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জ্যাকিন্দা আর্দেন।