করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা এবার ব্রিটেনেও!

এবার করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা হবে ব্রিটেনে। আমেরিকার পর এবার ব্রিটেনও এই ভাইরাসের প্রতিষেধক মানবদেহে পরীক্ষা করে দেখবে। করোনার সংক্রমণ থাবা বসিয়েছে ব্রিটেনেও। ব্রিটেনের একাধিক প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা মোকাবিলায় লকডাউন চলছে ব্রিটেনে। এরই মধ্যে ভাইরাসের প্রতিষেধক বানিয়ে ফেলেছে ব্রিটেন। এবার মানবদেহে সেই ভ্যাকসিন পরীক্ষা করার পালা।

ব্রিটেনের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, করোনার এই ভ্যাকসিন পরীক্ষা সফল হলে বহু মানুষের প্রাণ বাঁচানো যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করে ফেলেছে নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে সেই ভ্যাকসিন বা প্রতিষেধক মানুষের শরীরে প্রয়োগ করা হবে। এমনই ঘোষণা করেছেন সেদেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।

তিনি আরও জানিয়েছেন, আগামী ৩ মাসেরও বেশি সময় এই প্রতিষেধকের জোগান দিতে পারবে ব্রিটেন। কোনও ভ্যাকসিন তৈরির পরীক্ষামূলক প্রয়োগের বেশ কিছু সময় পর সেই ভ্যাকসিনের সামাজিকভাবে ব্যাবহার করা নিরাপদ।