করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতি সর্বোচ্চ সতর্কাবস্থানে বাংলাদেশ। এ সতর্কতার মধ্যেও চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি স্ক্র্যাপ জাহাজে (কাটার জন্য আনা জাহাজ) দুইদিন ধরে অবস্থান করছেন ১৭ চীনা নাবিক।
শনিবার বিকেলে সাগর উপকূলের সোনাইছড়ির লালবেগ শিপইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিককে নিচে নামতে দেয়া হয়নি। তবে এ ১৭ নাবিকের শরীরে কোনো করোনাভাইরাসের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন জাহাজ আমদানিকারক এজেন্সি মালিক।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, জাহাজের নাবিকদের তথ্য দেয়ার নিয়ম থাকলেও ইয়ার্ড কর্তৃপক্ষ তা জানায়নি। ফলে বিষয়টি সম্পর্কে তার জানা নেই।
আজকের বাজার/এমএইচ