করো অযৌক্তিক দাবি মানবে না সরকার: খাদ্যমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ কারো অযৌক্তিক দাবি সরকার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশকে ছোট করে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজকে তারা যেভাবে বিদেশে লবিস্ট নিয়োগ করে নালিশ করছেন এবং জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন, তাদেরকে আবার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ করে দিচ্ছেন। বিএনপির অযৌক্তিক দাবির সঙ্গে কারো কোনো অযৌক্তিক প্রস্তাব সরকার মেনে নেবে না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে যদি বিদায় না করা যায় তাহলে বাংলাদেশে সুস্থ রাজনীতি, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হবে না।

আজকের বাজার/এমএইচ