নতুন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করার জন্য শুভেচ্ছা হিসেবে বাংলাদেশকে ৫০০ সেট ‘সর্বাধিক উন্নত কিটস’ দিচ্ছে চীন।
রোববার, ১৬ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘সবচেয়ে খারাপ সময়েও চীন সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলে যায়নি।’
তিনি জানান, করোনভাইরাস শনাক্তকরণে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট থেকে ৫০০ টেস্ট কিট অর্ডার করেছে দূতাবাস। মঙ্গলবার কিটগুলো বাংলাদেশকে হস্তান্তর করা হবে।
বৈঠক শেষে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালংকে বলেন, ‘২০১৯ নভেল করোনাভাইরাস (কোভিন্ড-১৯) শনাক্ত করতে এই রিয়েল-টাইম ফ্লুরোসেন্ট আরটি-পিসিআর কিটগুলো ব্যবহার করা যাবে। চীন প্রথমবারের মতো কোনও দেশে এ জাতীয় অনুদান দিয়েছে।’
তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী পাওয়া গেলে এ জাতীয় কিট আরও সরবরাহ করা হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ