করোনাক্রান্ত দেশগুলোয় ১২শ’ কোটি ডলার জরুরি সাহায্য দেবে বিশ্বব্যাংক

করোনাভাইরাস সংক্রমণের কবলে পড়া উন্নয়নশীল দেশগুলোয় স্বাস্থ্যখাতে এক হাজার ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক। আর এ ক্ষেত্রে প্রাধান্য পাবে দরিদ্র এবং সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকির আওতায় থাকা দেশগুলো । জরুরিভিত্তিতে দেওয়া প্যাকেজ সহায়তার মধ্যে থাকছে কম সুদের ঋণ, অনুদান এবং কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা। করোনা ভাইরাসের প্রকোপে অনেক দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে মন্দার মুখে পড়তে পারে। এই হুঁশিয়ারির পরেই বিশ্বব্যাংক তাদের সাম্প্রতিক সাহায্যের কথা জানালো।

বিশ্বব্যাংক গ্রুপের চেয়ারম্যান ডেভিড ম্যালপাস বিবিসিকে বলেন, আমরা এখন রোগটির বিস্তার রোধের চেষ্টা করছি।

এ সংক্রান্ত এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, ঘোষিত সাহায্য পাওয়ার ক্ষেত্রে দরিদ্র এবং সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকির আওতায় থাকা দেশগুলো প্রাধান্য পাবে।

ইতোমধ্যেই বিশ্বের মোট ৭০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের বাহিরে বাকি বিশ্বে আক্রান্তের আনুষ্ঠানিক সংখ্যা এখন ১২ হাজার আর চীনে ৮০ হাজার। তবে গত কয়েকদিন ধরে চীনের বাইরেই ভাইরাসের সংক্রমণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

আজকের বাজার/এ.এ