চলমান করোনাযুদ্ধে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ৪ হাজারের বেশি পুলিশ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
তবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
এ পর্যন্ত এক হাজার ১১৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং তাদের অনেকেই আবার কাজে যোগদান করেছেন বলে জানিয়েছে পুলিশের সদর দফতর সূত্র।
মঙ্গলবার পুলিশের বিভিন্ন দফতর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫২ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ হাজার ৫৩ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ পুলিশ সদস্য।