বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ করেনাভাইরাসের কারণে জাপানে চেরি ব্লোসম ফেস্টিভাল (চেরিফুল ফোটার উৎসব) বাতিল করা হয়েছে। জাপানের জাতীয় ফুল চেরি। রাজধানী টোকিও এবং ওসাকা শহরে ঐতিহ্যবাহী চেরি ফুল উৎসব উদযাপন করা হয়। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলে চেরি ফোটার এ মওসুমে দেশটিতে লাখো পর্যটক ভীড় করে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে করোনার কারণে নানা ধরণের আয়োজন বাতিলের ক্ষেত্রে এটি সর্বশেষ সংযোজন।
শুক্রবার ওসাকার জাপান মিন্ট থেকে বলা হয়েছে, ‘যারা চেরি উৎসবের জন্যে আগ্রহ ভরে অপেক্ষা করছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’তবে, টোকিও’র নাকামেগুরু চেরি ব্লোসম ফেস্টিভালের আয়োজকরা বলছেন, লোকজন এখনও পথের ধারে ফুটে থাকা চেরির সৌন্দর্য উপভোগ করতে পারেন। চেরি ফোটার এ মওসুমে বিদেশী পর্যটকের পাশাপাশি জাপানের সাধারণ নাগরিকেরাও পার্কে জড়ো হয়ে হৈচৈ এবং মদ্যপান করে চেরি উৎসব উদযাপন করে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান