প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে খেলা বন্ধ থাকায় মেসি-সুয়ারেজদের বেতন কাটছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। বৃহস্পতিবার বার্সেলোনা ক্লাব থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারনে আয়ের উৎস কমে যাওয়ায় খেলোয়াড়দের বেতন কাটা হবে। যদিও সকলে এই আওতায় আসবে কি-না তা এখনো নির্দিষ্ট করে বলেনি বার্সা। করোনাভাইরাসে সংক্রমনে পুরো স্পেন জুড়ে ৫৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৪ হাজার মারা গেছে। ফলে পুরো স্পেনে সকল ফুটবল খেলে স্থগিত করা হয়।
এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব জানায়, ‘কোভিড-১৯ মহামারীর জন্য সকল প্রতিযোগিতাই স্থগিত। আমাদের ক্লাবের সকল কার্যক্রম, খেলাধুলাও স্থগিত। ফলে ক্লাবটির আথিক আয় কমে যাওয়ায় এ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছে। মূলত, পরিস্থিতির কারনে বাধ্য হয়ে সকল কার্যক্রমই কমে গেছে। তাই চুক্তিতে প্রদত্ত পারিশ্রমিকও হ্রাস পেয়েছে।’ কাতালান ক্লাবটি বেতন কাটার পরিমানটি বা কর্মচারীরা কতটা ক্ষতিগ্রস্থ হবে তা উল্লেখ করেনি।
তথ্য- বাসস
আজকের বাজার/শারমিন আক্তার