করোনাভাইরাস মহামারি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় টিকাদান কর্মসূচি অচল করে দিতে পারে। ইউনিসেফ শনিবার সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে লাখ লাখ শিশু পোলিও এবং হামের টিকা থেকে বঞ্চিত হতে পারে।
জাতিসংঘের সংস্থাটি জানায়, এই অঞ্চলের বেশীরভাগ দেশ করোনাভাইরাস প্রতিরোধে কড়াকড়ির মধ্যেও রুটিন ক্যাম্পেইন অব্যাহত রেখেছে।
তবে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাস্থ্যকর্মীদের অন্য কাজে নিয়োজিত করায় এই অঞ্চলের বেশীর ভাগ এলাকার টিকাদান কার্যক্রম স্থগিত রয়েছে।
ইউনিসেফের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, পাঁচ বছরের কম বয়সের শিশুদের প্রতি পাঁচজনে একজন অথবা ১ কোটি শিশু পোলিও টিকা গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
১৫ বছরের কম বয়সি প্রায় ৪৫ লাখ শিশু হামের টিকা থেকে বঞ্চিত হতে পারে।