কোনো সমস্যা ছাড়াই করোনাভাইরাস প্রতিরোধক টিকা তৈরিতে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক স্বাস্থ্য কর্মকর্তা।
শুক্রবার মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফৌসি জানান, টিকাটি তৈরি করার জন্য বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার সাথে আলোচনা চলছে।
তিনি বলেন, এ টিকা তৈরির অন্যতম প্রথম পদক্ষেপ ছিল চীনা গবেষকদের প্রকাশ করা করোনাভাইরাসের জিনকে প্রোটিনের সংস্পর্শে নিতে আরএনএ-তে সফলভাবে প্রবেশ করানো। এ কাজটি সফল হয়েছে।
অ্যান্থনির দেয়া তথ্য অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ হলো এসব প্রোটিনকে রোগ প্রতিরোধে প্ররোচিত করে তোলার জন্য ইঁদুরের শরীরে প্রবেশ করানো। যদি তা সফল হয় তাহলে আড়াই মাসের মধ্যে অল্প সংখ্যক মানুষের মধ্যে প্রাথমিকভাবে এ টিকার পরীক্ষা চালানো সম্ভব হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ