দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৮০ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন।
এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়, যা ছিল তিন মাসের সর্বনিম্ন মৃত্যু। ওই ৩৮ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ২৬ হাজার ৮৩২ জনে।
অধিদফতর আরো জানিয়েছিল, ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।