করোনাভাইরাসে কাশ্মীরে এক ব্যক্তির মৃত্যু

Indian doctors wear masks and stand outside isolation wards set up for possible COVID-19 patients in Jammu, India, Wednesday, March 11, 2020. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms, such as fever and cough. For some, especially older adults and people with existing health problems, it can cause more severe illness, including pneumonia. The vast majority of people recover from the new virus. (AP Photo/Channi Anand)

কাশ্মীরের শ্রীনগরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় বক্ষব্যাধি হাসপাতালে তিন দিন আগে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তিনি উচ্চরক্তচাপ ও স্থূলতা সমস্যায়ও ভুগছিলেন। খবর এনডিটিভির।

এ নিয়ে শ্রীনগরের মেয়র এক টুইটবার্তায় বলেন, করোনাভাইরাসে উপত্যকাটিতে প্রথমবারের মতো কোনো প্রাণহানি ঘটেছে। মৃতের পরিবারকে আমরা গভীর শোক জানাচ্ছি।

কর্মকর্তারা বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি হৃদরোগে মারা গেছেন। উপত্যকাটিতে এই ব্যক্তির সংস্পর্শে আসা আরও চার জন বুধবার করোনাভাইরাসে পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কাজেই কাশ্মীরে সর্বমোট ১১ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন।

আজকের বাজার / এ. এ