করোনাভাইরাস সংক্রমণে বিখ্যাত জাজ শিল্পী এললিস মার্সেইলিস ৮৫ বছর বয়সে বুধবার মারা গেছেন। শিল্পীর ছেলে ব্রান্ডফোর্ড এ কথা জানান।
আমেরিকান পিয়ানিস্ট ও শিক্ষক কয়েক দশক ধরে বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ারের অধিকারী এই শিল্পী করোনাভাইরাস জটিলতায় মারা গেছেন।
এই শিল্পী জাজ সংগীতের কেন্দ্রভূমি নিউ অর্লিন্স এ ১৯৩৪ সালে জন্মগ্রহন করেন। ব্রান্ডফোর্ড বলেন, ‘আমার বাবা ছিলেন মহান সংগীতজ্ঞ ও শিক্ষক এবং মহান পিতা।’ তিনি নিউ অর্লিন্স সেন্টার ফর ক্রিয়েটিভ আর্টস, ইঊনিভার্সিটি অব নিউ অর্লিন্স এবং এক্সাভিয়ার ইউনিভার্সিটি অব লুইজিয়ানার শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/ শারমিন আক্তার