করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এ দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।
কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।
এর আগে চীনের বাইরে চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন করে হংকং, ফিলিপাইন, জাপান ও ফ্রান্সের নাগরিক ছিলো।
এদিকে এখনও পর্যন্ত চীনে প্রায় ৬৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৬৬৫ জন।
আক্রান্ত এসব রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করেছে চীন। যথাযথ চিকিৎসায় সেরেও উঠছেন অনেকে।
তবে মানবতার ব্রত নিয়ে রোগীদের চিকিৎসা করাতে গিয়ে চিকিৎকদের অনেকেই আক্রান্ত হয়েছেন ‘কোভিড-১৯’ নামের ভাইরাসটিতে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসে মারাও গেছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন এক সংবাদ সম্মেলনে জানান, করোনাভাইরাসে চীনে এক হাজার সাতশ ১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশের রয়েছেন এক হাজার পাঁচ শ দুইজন।
আজকের বাজার/এমএইচ