বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ২২ হাজার ৯৬৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৫২ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৪২৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৭৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৮ হাজার ৪৩৪ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৭৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২০ লাখের অধিক সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জনে।
বাংলাদেশ পরিস্থিতি:-
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ২৩.৪৫ শতাংশ। এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৯ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। দেশে সুস্থতার হার ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০৫ জন, খুলনা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ৫৪ জন, রংপুরে ৬ জন, বরিশালে ৮ জন, সিলেটে ২৩ জন, রাজশাহীতে ১০ জন এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান