স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সদ্য বদলি হয়ে আসা সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের পিএস খন্দকার জাকির হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাত সাড়ে ১২টায় মারা গেছেন কামরুন্নাহার। করোনায় আক্রান্ত হয়ে হতে গত ১০ জুন হাসপাতালে ভর্তি হন তিনি।
দেশে মহামারি করোনাভাইরাসে আরও ৪৪ জনের মৃত্যু এবং ২৮৫৬ জন শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে করোনার মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনার কবল থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি। শনাক্তের হার ২১.১৩।
করোনায় নতুন যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।