করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে দুজনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে। সোমবার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২ জন। এ নিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জনে। এর আগে, ৫ জন ব্রিটিশ ভ্রমণকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্থানীয় দুটি স্কুল বন্ধ করে দিয়েছে ফ্রান্স। এছাড়া মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে একজন করে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানান, বিভিন্ন অঞ্চলের যৌথ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কঠোর প্রতিরোধের পদক্ষেপগুলো কার্যকর হওয়ায় গত রবিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ হ্রাস পেলেও সোমবার তা আবারও বেড়েছে। এদিকে চীন ছাড়াও জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে ৩৬০ জনেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান