করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল

কোনোভাবেই থামানো যাচ্ছে না ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের মিছিল। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এবার ২৮ হাজার ছাড়াল।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৮,৩৭৬ জনে।

ওয়ার্ল্ডওমিটার-এর তথ্যমতে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৭ হাজার ৩৩৬ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে।

আজকের বাজার / এ.এ