করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে ঢাকায় সুলতানুল আরেফিন নামে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সুলতানুল আরেফিন পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। গত ২৫ এপ্রিল তার করোনা পজেটিভ ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তার মৃত্যু হয়।