করোনায় সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে ৩৪৩ জনের। শনিবার সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মৃত ১১ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ জন রয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮৮৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলার ৬৪৪ জন, ওসমানী হাসপাতালে ৬৮, সুনামগঞ্জে ৬০, হবিগঞ্জে ৪৪ ও মৌলভীবাজারে ৬৭ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৩ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৬৪ শতাংশ। সবমিলিয়ে এ বিভাগে আক্রান্তে সংখ্যা ৪৮ হাজার ৪৫২ জন।
একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। সব মিলিয়ে ভর্তি রয়েছেন ৫৪০ জন। এ সময়ে সুস্থ হযেছেন ৪৭৭ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ১৭২ জন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান