করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ না করলেও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে।

আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত ১৪৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১০৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৩৭ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬২ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০৮ ভাগ।

জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ১৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৬৯৩ জন। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান