বাংলাদেশসহ ১৪৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। দেশে এখন পর্যন্ত মোট পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় পথচারীর সংখ্যা বা যাত্রী সংখ্যা বেশ কমেছে এবং যারা প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুখে মাস্ক পড়ে রিকশায় চেপে গন্তব্যস্থলে যাচ্ছেন এক পরিবার।
নিজেকে সংক্রমণ থেকে বাঁচাতে মাস্ক পড়ে রিকশা চালাচ্ছেন এক ব্যক্তি।
ভাইরাসের পাশাপাশি বায়ু দূষণ থেকে বাঁচতেও মাস্ক পড়ে বাইরে বের হয়েছেন অনেকেই।
মাস্ক পড়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন অনেকেই।
নিজের মুখে মাস্ক না থাকলেও সন্তানের সুরক্ষায় তার মুখে মাস্ক পড়িয়ে বাইরে বের হয়েছেন এক ব্যক্তি।
করোনাভাইরাস আতঙ্কে মাস্কের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেক হকারই অন্য পণ্যের পরিবর্তে এখন মাস্ক বিক্রি করছেন।
দেশেও করোনাভাইরাস ধরা পড়ায় মাস্ক পরিহিত পথচারীরর সংখ্যা বেড়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৬ জনে।
করোনাভাইস সম্পর্কিত বিশ্বের সর্বশেষ অবস্থা জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৫৮ হাজার ৩৭২ জন আক্রান্ত হয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান