প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে নতুন করে আরো ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৫৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলিরেজা ভাহাবযাদেহ এক টুইটার বার্তায় এ তথ্যটি জানিয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যেই নতুন করে আরো এক হাজার ৫৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৯৯১ জনে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির জনগণকে বাড়িতেই থাকার আহ্বান জানিয়েছে কর্মকর্তারা।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনভাইরাস। এরইমধ্যে বিশ্বের প্রায় ১৫৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১৮ জনের। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬১০ জন। এছাড়া বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৭৬ জন। সূত্র- রয়টার্স
আজকের বাজার/শারমিন আক্তার